প্রবাসীদের ভোটাধিকার ২

রাজনীতি

যে ভাবে বিদেশে বসবাসরত প্রবাসীদের ভোটাধিকার (১৮+)নিশ্চিত করা যায়ঃ

১. পোস্টাল ব্যালটের মাধ্যমে অথবা
২. অনলাইনে সিকিউরড ওয়েবসাইটের মাধ্যমে

১.১পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে হলে দেশে নির্বাচন তারিখের মিনিমাম এক সপ্তাহ আগে দূতাবাসগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে।

১.২ যেসব শহরে দূতাবাস নেই তাদের ক্ষেত্রে সংলিষ্ট দেশের দূতাবাসগুলো নির্ধারিত সময়ের অনেক আগে পোস্টাল ব্যালট প্রাপ্তি এবং রিটার্ন মেইলে ভোটাধিকার নিশ্চিত করবে।

২.১ অনলাইনে সিকিওরড ওয়েবসাইটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করা গেলে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের দিনে কিংবা টাইম ডিফারেন্সের কারণে পূর্ববর্তী বা পরবর্তী দিনে ভোট প্রয়োগ করা যেতে পারে।

ভোট প্রয়োগের ক্ষেত্রে এনআইডি কার্ড অথবা পাসপোর্টের যেকোন একটি আইডেন্টিটি ডকুমেন্টস হিসেবে বিবেচিত হতে পারে।

প্রয়োজনীয় ক্ষেত্রে দূতাবাসকে এনআইডি কার্ড সংশোধন, পরিবর্তন ও হারিয়ে গেলে নবায়ন করার ক্ষমতা দেয়া যেতে পারে।

বাংলাদেশের আইনে সাজাপ্রাপ্ত বা ফেরারী আসামী, কোন মামলার আসামী , দাগী আসামী, জেল পলাতক, পুলিশ রেকর্ড বুকে থাকা সন্ত্রাসী ভোটাধিকার প্রয়োগে অনুপযোগী বলে বিবেচ্য হবে।

Comments

Leave a Reply