“গণ-অভ্যুত্থানে আহতদের পঙ্গুত্ব প্রতিরোধ ও সুস্থতার জন্য একটি মানবিক আবেদন”


সন্মানিত সুধী/অভিভাবকগণ


বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে গণ-অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন চিকিৎসা বিষয়ে আপনাদের সুদৃষ্টি প্রত্যাশা করছি । বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছে বিপিএ।
আপনারা অবগত আছেন যে, জুলাই আন্দোলনে বন্দুকের গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে শত শত আহতদের অপারেশন করা লেগেছে ও লাগবে। অনেকেরই পা কেটে ফেলতে হয়েছে, হাত কেটে ফেলতে হয়েছে, গুলির আঘাতে অসংখ্য আহতদের কারও পা প্যারালাইজড হয়ে গেছে, কারও হাত প্যারালাইজড হয়ে গেছে । আর আঘাতপ্রাপ্ত হওয়া আহতদের সংখ্যাও অগণিত । সকল আহতরা একদিকে যেমন স্বাভাবিক চলাফেরা করতে পারছেনা অন্যদিকে আঘাতের কারণে শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা নিয়ে কষ্টকর জীবন পার করছেন । আহতদের যাদের অপারেশন করা লেগেছে কিংবা লাগবে, তাদের এই কষ্টগুলো আরও অবর্ণনীয় । তাঁদের অনেকেই পঙ্গু হওয়ার পথে। আহতদের পঙ্গুত্ব প্রতিরোধ ও তাদেরকে সুস্থ, কর্মক্ষম জীবনে ফিরে আনতে এবং যারা প্রচন্ড ব্যথা কষ্ট নিয়ে ভুগছেন তাদের জন্য ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা জরুরী ।
উল্লেখ্য জুলাই আন্দোলনে আহতদেরকে দ্রুত সুস্থ করে তুলতে গত ১০ আগস্ট থেকে বিপিএ র সদস্যরা ঢাকাসহ দেশব্যাপী তাদের ২৭টি বিশেষায়িত কেন্দ্রের বহির্বিভাগের মাধ্যমে আহতদেরকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা প্রদান করে যাচ্ছে । এই কার্যক্রম সম্পন্ন করার জন্য বিপিএ গত ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে পরবর্তীতে বিভিন্ন হটজোন গুলোতে ক্যাম্পিং ও হাসপাতালগুলোতে অনুসন্ধান করে আহত রুগীদের খুঁজে সেবা প্রদান করে চলেছে বিপিএ ।
সর্বশেষ গত ১২ অক্টোবর শনিবার বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) ও গণস্বাস্থ্য কেন্দ্র যৌথভাবে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডেডিকেটেড ওয়ার্ডসহ ২০টি শয্যায় ভর্তিকৃত আহত রুগীদের শারীরিক পুনর্বাসনের চিকিৎসা বিপিএ র তত্বাবধানে চলছে । গণ-অভভুথানে আহতদের জন্য আশা করি কিছু দিনের মধ্যেই এই সংখ্যা ৩০ শয্যায় উন্নীত হবে । তিন মাস সময়ে অন্তত কয়েক শতাধিক জটিল আহত রুগীদেরকে ভর্তি করে শারীরিক পুনর্বাসন কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়ে এগোচ্ছি বিপিএ।

বিপিএ বাংলাদেশে ফিজিওথেরাপি পেশাজীবীদের জন্য পেশাদার সংস্থা । এর মূল ভিত্তি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ইহা কোম্পানি আইনের অধীনে বাণিজ্য মন্ত্রণালয় এবং জয়েন্ট স্টক কোম্পানি এবং ফার্মে নিবন্ধিত ফিজিওথেরাপি পেশার জন্য একমাত্র জাতীয় সংস্থা । দীর্ঘ মেয়াদী অভিজ্ঞতার আলোকে বিপিএ স্বাধীনতা উত্তর মহান মুক্তিযুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন চিকিৎসার গৌরবোজ্জ্বল ইতিহাসকে ধারণ করে দেশের মানুষের কাজে পঞ্চাশ বছরেরও অধিক সময় বিপিএ সদস্যরা নিজেদেরকে নিয়োজিত করে ২৪ এর জুলাইয়ের আন্দোলনে আহতদের পুনর্বাসন চিকিৎসায় কার্যকরী ভূমিকা রেখে চলেছে ।
হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা প্রদান করা ব্যয় সাপেক্ষ বিধায় বিত্তবান ও সামর্থ্যবানদেরকে আহতদের পুনর্বাসন চিকিৎসা সহায়তা প্রদান করে এগিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে বিপিএ ।
এক্ষেত্রে সন্মানিত ডোনারগণ আহত রুগীর চিকিৎসার জন্য আমাদের সাথে কথা বলে সরাসরি গণস্বাস্থ্য কেন্দ্রে অনুদান প্রদান করতে পারেন অথবা

Bangladesh Physical Therapy Association,

DBBL, Any Branch.

AC/No: 000143.120.4303 এই হিসেবেও জমা দিতে পারেন ।

এই বিষয়ে আগ্রহীদেরকে যোগাযোগ করার জন্য সনির্বন্ধ আহবান জানাচ্ছে বিপিএ ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা

ডাঃ দলিলুর রহমান
সভাপতি
বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ)
মোবাইল – +৮৮০১৭৫১৮৭১৬১৪, ইমেইল: manipsart@gmail.com

সুত্রঃ
আন্দোলনে আহতদের বিনামূল্যে সেবা দিচ্ছে বিপিএ (samakal.com) – ১০ আগস্ট ২০২৪
আন্দোলনে আহত ৫০ জনকে মিরপুরে বিনামূল্যে সেবা দিল বিপিএ (samakal.com)-১৬ আগস্ট ২০২৪
ছাত্র আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বিপিএ (jugantor.com) – ২১ আগস্ট ২০২৪
আহতদের সেবায় বিপিএ আরেকটি ক্যাম্প খুললো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মেডিকেলে (samakal.com)-২৫ আগস্ট ২০২৪
আহতদের দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপি চিকিৎসা নিশ্চিতকরণের আহ্বান (samakal.com)-৮ সেপ্টেম্বর ২০২৪
গণ–অভ্যুত্থানে আহতদের বেসরকারি উদ্যোগে পুনর্বাসন চিকিৎসা শুরু | প্রথম আলো (prothomalo.com) – ১২ অক্টোবর ২০২৪

Comments

Leave a Reply