আমাদের গল্প

ডা. সোহেল বৃটেনের হাসপাতালের কনসাল্টেন্ট হিসেবে কাজ করছেন প্রায় ২০ বছর । বৃটিশ সিটিজেন। উচ্চ বেতন। ময়মনশিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র দেশের দূর্নীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি, স্বাস্থ্য এবং শিক্ষাখাতে অচলাবস্থ, মানুষের অসহায়ত্ব দেখে সারাবিশ্বে বাংলাদেশীদের জিবিপিতে একত্রিত করার কাজ শুরু করে।

ডা. সোহেল বিদেশ থেকে দেশের সেবার করতে প্রতিদিন কাজ করছেন। জুম মিটিং, নির্যাতিত এবং অসুস্থ মানুষদের অর্থ প্রদান করছে। দেশ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা নাই। দেশে সুস্থ রাজনীতি, মেধার বিকাশ, নাগরিকদের উন্নত স্বাস্থ্যসেবা দেখতে চান।

প্রোফাইল: https://nrbprofessionals.org/user/shohelalmamun/

জনাব রেজা নবী, যুক্তরাস্ট্র প্রবাসী, সাবেক রাজশাহী ক্যাডেট, সফটওয়্যারইঞ্জিনিয়ার, বিশ্বব্যাপী পুরস্কার প্রাপ্ত সমাজ সেবক। তিনি দেশের পরিবর্তন চান। দূর্নীতি, পরিবারতান্ত্রিক রাজনীতির পরিবর্তন চান।

বিদেশ থেকে দেশের পরিবর্তনে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি NRB Professional Inc এর একজন উদৌক্তা প্রতিষ্ঠাতা হিসেবে কাজ শুরু করেন। সদকা বা চ্যারিটি হিসেবে উনি কাজ করছেন। দান করছেন নিয়মিত।

User

প্রকৌশলী সালাহউদ্দিন একজন উদ্যোক্তা এবং পৃষ্ঠপোষক। বাংলাদেশে বসবাস করেন। দুবাইতে স্বপরিবারে বসবাস করতেন। দেশের জন্য প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার এবং জেলে নির্যাতিত হন। বর্তমান কাজ করার তাগিদে দেশে অবস্থান করছেন। সংগঠিত করছেন সারাদেশে জিবিপি কর্মী সমর্থকদের।

https://nrbprofessionals.org/user/salahuddin

চলবে জিভিপি সংগঠক, সমর্থকদের নিয়ে আমাদের গল্প>>>

জনাব মুরাদ চট্রগ্রামে থাকেন, সমাজ সেবক, দাতব্য সেবক

প্রফেসর মামুন, ঢাকায় থাকেন

জনাব রেজা নবী (যুক্তরাস্ট্র প্রবাসী, সাবেক রাজশাহী ক্যাডেট, সফটওয়্যারইঞ্জিনিয়ার ),

মিসেস ইলোরা (কাতার প্রবাসী),

মিসেস দিলরুবা ইয়াসমিন (কানাডা, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়),

সফটওয়্যার ইঞ্জিনিয়ার জনাব রফিক (অষ্ট্রেলিয়া, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়),

ড. আশিক (সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়),

ড. মনির (সৌদি),

জনাব মুসফিক ,

জনাব মুক্তার (ঢাকা),

জনাব মোশাররফ (লন্ডন/ফেনী)

Comments

Leave a Reply