কবিতা
বারে বারে অশ্রু ঝরাবে ছাত্ররা
রক্তের বন্যায় ভেসে যাবে রাজপথ
কিন্তু কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে না
এটা কোন ভাবেই হতে দেয়া যাবে না
যেই ফ্যাসিস্ট দানবকে সরাতে হয়েছে
অজস্র লাশের বিনিময়ে,
হাজার মায়ের বুক খালি করে
হাজার বাবার স্বপ্নকে ধূলিসাৎ করে
রাজনৈতিকদের স্বার্থ আর খেয়ালে
এত রক্ত, এত অশ্রু, এত লাশের মিছিল
বৃথা যেতে দেয়া যাবে না।
আর কোন রক্তাক্ত অভ্যুত্থান চাই না
আর কাউকে যেন রক্ত বিনিময়ে স্বাধীনতা
চাইতে না হয়, একটা সুস্থির দেশ পাওয়া
আমাদের অধিকার
প্রতিবার কাউকে না কাউকে রক্ত ঝরাতে হয়
একটা স্বপ্নের বাংলাদেশ পাবে বলে
কিন্তু পরক্ষণেই তাদের রক্তের সাথে বেঈমানি
করা হয়, রক্ষা করা হয় না অঙ্গীকার
সর্বক্ষেত্রে অনৈক্যের বিষবাষ্প ছড়িয়ে
দেশটাকে অস্থিতিশীল করার ফাঁদে
ফেলতে চাইবে প্রতিক্রিয়াশীল চক্র
মাফিয়ার দোসর, চব্বিশের পরাজিত শক্তি
লোভী স্বার্থপর রাজনৈতিকদের এই
অপশক্তির অপতৎপরতাকে রুখে দিতে হবে
পরবর্তী প্রজন্মের জন্য একটা বৈষম্যহীন
লুটপাট, চাঁদাবাজমুক্ত , ফ্যাসিবাদমুক্ত
বাংলাদেশ ছাড়া দ্বিতীয় কোন মুক্তিপথ নেই!
এত রক্ত যাবে বৃথা?
০৮.১১.২০২৪
Leave a Reply
You must be logged in to post a comment.