বৈষম্যহীন, সার্বজনীন, গনতান্ত্রিক, কল্যানমূখী একটি বাংলাদেশ গড়তে, সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা এবং মেধাবীদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে জিবিপি। এর নামকরনে তার প্রতিফলন রয়েছে।
বাংলাদেশ শব্দের মাধ্যমে আমাদের দেশপ্রেম, জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্বে প্রকাশ পেয়েছে। জিবিপি বাংলাদেশের উন্নয়নে সারা বিশ্বের বৈষম্যহীন, সার্বজনীন, গনতান্ত্রিক, কল্যানমূখী রাষ্ট্রের অভিজ্ঞতা এবং রাজনৈতিক মডেল নিয়ে যাত্রা শুরু করেছে।
গ্লোবাল মানে সার্বজনীন, সকল ধর্মের, বর্নের, লিঙ্গের, বয়সের সমান অধিকার। আজকের বাংলাদেশ গ্লোবাল বাংলাদেশ । দেশের মেধাবীদের অনেকেই বিগত সময়ের দু:শাসনের কারনে দেশ ছেড়ে নিজেদের সফল ক্যারিয়ার গড়েছেন। সারাবিশ্বের প্রতিটি অঞ্চলে মেধাবী বাংলাদেশীরা বাস করছে। সারা বিশ্বের বৈষম্যহীন, সার্বজনীন, গনতান্ত্রিক, কল্যানমূখী রাষ্ট্র যেমন কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশীরা দেশের জন্য তাঁদের মূল্যবান পরামর্শ, স্বেচ্ছাশ্রম দিবে দেশ গড়ার প্রত্যাশা নিয়ে।
জিবিপি জাতীয় নেতৃত্ব গ্লোবালী অভিজ্ঞ, মেধাসম্পন্ন দেশপ্রেমিক পরামর্শকদের সাথে সমন্বয় করে কাজ করবে। জিবিপি আধুনিক প্রযুক্তি নির্ভর দল, যেখানে দলের এবং প্রতিটি নেতৃত্বের আয় ব্যয়ের হিসাব, যোগাযোগ, কর্মসূচী অনলাইনে থাকবে, গ্লোবাল স্টান্ডার্ড অনুসরন করে।
Leave a Reply
You must be logged in to post a comment.