
ডা: মোবাশ্বেরিন খান, একজন ব্রিটিশ স্পেশালিটি ডাক্তার কাজ করছেন ন্যাশনাল হেলথ সার্ভিস, ইউকে। তিনি সিলেটের জে ওসমানী মেডিকেল কলেজ, বাংলাদেশ থেকেই MBBS পাশ করে এখন যুক্তরাজ্যের NHS হেলথের ডাক্তার হিসেবে কাজ করছেন।
তিনি একজন সফল মা, সফল স্ত্রী এবং দায়িত্ববান ডাক্তার। কিন্তু এতো কিছুর পরেও তার আরো পরিচয় হচ্ছে তিনি একজন সমাজ সচেতন নীরব সমাজকর্মী। বাংলাদেশের মানুষ নিয়ে অনেক ভাবনা বিশেষ করে এতিম অসহায় পথ শিশু, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন অসুবিধার।কথা। পত্রিকায় বিভিন্ন অনিয়ম, অবিচার বিশেষভাবে মহিলা ও শিশুদের উপর অনৈতিক আচরণ, নির্যাতন,হত্যাকাণ্ডের ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েন। NRB Professionals কার্যক্রম দেখে তিনি খুবই উৎসাহিত।GBP একটি প্রতিষ্ঠান যার কার্যক্রম তার ভীষণ ভালো লেগেছে। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে সবাই শান্তিতে মত প্রকাশের সুযোগ পাবেন।
ছাত্র জনতার গন অভ্যুত্থান তাকে ভিষন ভাবে আলোড়িত করে। NRB Professionals এবং Global Bangladesh Party (GBP) একজন নির্ভীক পৃষ্টপোষক এবং স্বেচ্ছাসেবক। তিনি মেয়েদের সাহায্য ও সহযোগিতা করা সহ বিভিন্ন কাজে সাহায্য করতে চান। বাংলাদেশের মহিলা ও শিশুদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চান।
Leave a Reply
You must be logged in to post a comment.