
আমরা কে:
আমরা হচ্ছি স্যালভেশন প্রোফশনাল বা উদ্ধারকারী পেশাজীবি যারা দেশ নিয়ে ভাবছেন, দেশের জন্য চিন্তিত, মানুষের জন্যে মনপুড়ছে এবং মানুষের জন্য কিছু করার চেষ্টা করছেন।
বাংলাদেশ কি: পৃথিবীর মানচিত্রে একটি দেশ বা ভূখণ্ডের নাম যেখানে ১৮ কোটি মানুষ বসবাস করে। সেই সাথেই আরো ২ কোটি বিশ্বময় মানুষ নিয়ে একটি পরিবার। পারিবারিক, সামাজিক,অর্থনৈতিক,রাজনৈতিক, ভৌগোলিক ভাবে সমস্যায় পরিপূর্ণ এবং দিশেহারা।
শত্রু কে: বৈষম্য, ক্ষুধা,বেকারত্ব, অনিয়ম, অবিচার, অনাচার, অপমৃত্যু, অর্থলোভ অবিশ্বাস্যভাবে বাংলাদেশের গলাচেপে ধরেছে। এই সংক্রমণ সংকটের সমস্যা সমাধানে আসো বন্ধু যুদ্ধ করি। বাংলাদেশকে রক্ষা করি।
কিভাবে শত্রুকে মোকাবেলা করবো?
আমাদের ভাবতে হবে আমরা একটি পরিবার, একটি দেশ, একটি জাতি, বাংলাদেশী জাতীয়তাবাদ। ভাই ভাইয়ের সাথে এবং বোন বোনের সাথে কাধে কাধ মিলিয়ে বিদ্যা, বুদ্ধি ও সামথ্য দিয়ে এগিয়ে আসতে হবে।
বিজয়ী কে হবে?
২০ কোটি মানুষের পরিবার আমরাই বিজয়ী হবো। যে দেশের ছেলেমেয়েরা মৃত্যুকে ভয় করেনা তারাই বিজয়ী হবে। ছাত্রজনতার এই আত্মত্যাগের অভ্যুত্থান করেছে আমায় উদ্ধুদ্ধ ও চেতনাময়। আসুন স্যালভেশন প্রোফেশনাল বা উদ্ধারকারী পেশাজীবীরা দেশকে দানবের হাত থেকে রক্ষা করি।
Leave a Reply
You must be logged in to post a comment.