GLOBAL BANGLADESH PARTY

“রাজনৈতিক ভাবনা”
গ্লোবাল বাংলাদেশ পার্টি কি?
একটি নতুন ধারার নতুন প্রজন্মের মানবিক ও উচ্চ রাজনৈতিক মর্যাদার সন্নিবেশিত হাজারো বীর শহীদদের রক্তে ভেজা ফসল একটি রাজনৈতিক প্লাটফর্ম।

কেনো নতুন দলের প্রোয়োজন?
বাংলাদেশে আনেক রাজনৈতিক দল রয়েছে স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় উঠেনি। তাছাড়াও বিভিন্ন দলীয় প্রতিবন্দকতা ও ফ্যাসিবাদী সরকারের জন্য কার্যকর ভুমিকা রাখতে সক্ষম হয়ে উঠেনি।

GBP কিভাবে ছাত্র জনতাকে সাহায্য করে?
প্রফেশনাল নিয়ে তৈরী হয়েছে আন্তর্জাতিক মান সম্মত বিভিন্ন প্রফেশনাল কার্যক্রম যা জীবনের মান উন্নয়নে সাহায্য করে। যেমন ছাত্রদের জন্য Scholarship, Fund এবং বেকারদের জন্য বিভিন্ন IT ট্রেনিং, জব, গবেষণামুলক কাজ। ভবিষ্যতে আরো অনেক কার্যক্রম পরিচালিত হবে।

GBP কিভাবে ছাত্র জনতাকে সাহায্য করে?
প্রফেশনাল নিয়ে তৈরী হয়েছে আন্তর্জাতিক মান সম্মত বিভিন্ন প্রফেশনাল কার্যক্রম যা জীবনের মান উন্নয়নে সাহায্য করে। যেমন ছাত্রদের জন্য Scholarship, Fund এবং বেকারদের জন্য বিভিন্ন IT ট্রেনিং, জব, গবেষণামুলক কাজ। ভবিষ্যতে আরো অনেক কার্যক্রম পরিচালিত হবে।

কিভাবে আমি এই প্রোফেশনাল নেটওয়ার্কে যুক্ত হতে পারি?
আপনি একটি নিজস্ব প্রোফাইল তৈরী করে আপনার মতামত প্রকাশ করুন। বিভিন্ন টিমের সাথেই যুক্ত হয়ে নানান ধরনের প্রোজেক্টের কাজগুল দেখে যথাযথ টিমের।সাথে যোগাযোগ করুন।

Comments

Leave a Reply