আমি ইন্জিঃ সালাহউদ্দিন দুবাই DEWA তে ১৬ বছর যাবত একটি সরকারি চাকুরি করতাম ও স্ত্রী-সন্তানদের নিয়ে দুবাইতে থাকতাম। ২০১৮ থেকে বাংলার ছাএদের সর্বাওক সাহায্য- সাপোর্ট ও সমর্থন ডডডকরে ২০২৪ পর্যন্ত পৌঁছানোর পেছনে আমার নিজের ২০/৩০ % অবদান আছে বলে মনে করি।
ছাএ অধিকার পরিষদের পর যখন প্রবাসী অধিকার পরিষদ গঠিত হয় তখন আমি প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা কেম্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করে গন অধিকার পরিষদের রাজনৈতিক সকল করেমকান্ডে প্রতক্ষ্য পরোক্ষভাবে সহযোগীতা করি। নিজের চাকুরি পরিবারদের সময় না দিয়ে উক্ত সংগঠনের সকল সাংগঠনিক কর্মকান্ডে বিশ্বর সকল প্রবাসী যোদ্ধাদের ঐক্যবদ্ধকরন এবং আর্থিক কন্ট্রবিউশানসহ অনলাইন অফলাইনে সর্বোচ্ছ সাপোর্ট সমর্থন করে তাদের সাংগঠনিক পথচলায় ব্যপক ভূমিকা রেখেছি। অতপর আমি নিজেই বিশ্বের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ করে প্রবাসীদের অধিকার-সম্মান ও ন্যায্য হক বাস্তবায়নের লক্ষ্যে গঠন করি “বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ” ২০২৪ এর গন আন্দোলনে ১৮ ই জুলাই ঐক্য পরিষদের ১০টি দেশের কেন্দ্রীয় বডির কেন্দ্রীয় নেতাদের নিয়ে গুগল মিট কনফারেন্সের মাধ্যমে “রেমিট্যান্স শাটডাউনের” ঘোষনা ও সোস্যাল মিডিয়ায় সর্বোচ্ছ প্রচার-প্রচারনার নির্দশনা দেই। ১৯ জুলাই Face The People এবং ২০ এ জুলাই UK Kasba TV এর টকশো তে রেমিট্যান্স শাটডাউনের ঘোষনা কার্যকর করার জন্য বিশ্বের সকল প্রবাসীদের অনুরোধ করি। ২১ এ জুলাই ছাএ আন্দোলনকে সমর্থন করে FB নিজ টাইমলাইনে ৩টি লাইভ করি সৈরাচার হাসিনা ও ভারতের বিরুদ্ধে লাইভ করি এবং ২২ জুলাই ডিউটিরত অবস্থায় UAE 🇦🇪 সরকারের SSI কতৃত গ্রেপ্তার হই বাংলাদেশের রাষ্ট্রীয় ষঢ়যন্ত্রের মাধ্যমে। দীর্ঘ ১২ দিন আমাকে আন্ডারগ্রাউন্ড কবর জেলে রেখে আমাকে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারকে আজীবন বেন্ড করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া খালি হাতে ও এক কাপড়ে।
বর্তমানে আমি ও আমার পরিবার মানবেতর জীবন-জাপন করছি গ্রামের বাড়িতে। উল্লেখ্য যে, ২০২১ সালের মোদী বিরোধি আন্দোলনে পুরান ঢাকার ১৫০ ভাই বন্ধুদের নিয়ে শরিক হই এবং গ্রেপ্তার হই। দীর্ঘ ৫ মাস ৫৪ জন্য ছাএ প্রতিনিধিদের সাথে জেল খাটার পর আমার বাবা প্রবাস জীবনের অর্থ দিয়ে তৈরি ফ্লাটটি বিক্রি করে জাবিনে মুক্ত করে আমাকে। অতঃপর ২০২১ এর RT PCR Lab স্থাপনের আন্দোলনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করে ও আন্দোলন সফল করে ৭০/৮০ হাজার আটকে পড়া প্রবাসীদের নিয়ে দুবাই নিজ জবে আসি। দুঃখজনক ও বেদনাদায়ক বিষয় হলো ২০১৮ থেকে এই বেকার ও বৈষম্যের শিকার ছাএদের বেকারত্ব ও বৈষম্য থেকে মুক্ত করতে আমি আমার জীবনে কোন সেভিংস করতে পারিনি এবং তাদের তথা গনমানুষকে প্রকৃত স্বাধীনতার স্বাধ পাইয়ে দিতে ২০২৪ এর গনঅভ্যূথ্থেনে আমি বর্তমানে বেকার ও বৈষম্যের শিকার। তাদের বেকারত্ব ও বৈষম্য থেকে মুক্ত করে আজ আমি আমার পরিবার বেকার ও বৈষম্যের শিকার বাট আজ তারা কেওই আমার কোন খোঁজ-খবর নিচ্ছে না। কি খাচ্ছি আমি ও আমার স্ত্রী-সন্তানেরা..? কিভাবে চলছে আমাদের জীবন সেটা ভাবার সময় নেই তাদের। বিভিন্ন ছাএ উপদেষ্টাদের নিকট ক্ষতিপূরন-পুনবাসনের জন্য লিখিত দরখাস্ত দিয়েছি, বিভিন্ন মন্ত্রনালয়ে ধর্না দিয়েছি বাট কোথাও বেঁচে থাকার জন্য সহযোগীতা পাইনি। আমার দু সন্তান ও স্ত্রী পরিবার নিয়ে চলতে মাসে নূন্যতম প্রায় দু লক্ষ টাকার প্রয়োজন বাট আমার এই মহাসংকটে আজ আমার পাসে কেওই নেই।
আমি আমার বিপ্লবী চিন্তা-চেতনার মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন ঘটাতে সক্ষম বলে আন্তরিকভাবে বিশ্বাস করি। NRB সকল নিতী-নির্ধারনীদের নিকট আকুল আবেদন, আমাকে আপনাদের লক্ষ উদ্দেশ্য পূরনে কাজে লাগান এবং বিশ্বাস করি আমি দেশে অবস্থানের করে সার্বিক সাপোর্ট ও সমর্থনের মাধ্যমে আপনাদের পবিএ লক্ষ্য- উদ্দেশসমূহ সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম। বাট বর্তমানে আমি অর্থনৈতিকভাবে সম্পূর্ন পঙ্গু বিধায় এবং আমার জীবন-স্ত্রী-সন্তান ও সংসার পরিচালনায় অক্ষম বিধায় নিজেকে অনেক বেশী দূর্বল মনে করছি। আপনাদের সাপোর্ট-সমর্থন-সহযোগীতা ও ভালোবাসাই এনে দিতে পারে আমার-আপনাদের তথা দেশের গনমানুষের সফলতার নতুন দিগন্ত ইনশাআল্লাহ ✊🤲✊
Leave a Reply
You must be logged in to post a comment.