শহীদ জিসানের পরিবারের জন্য অর্থ প্রদান

শহীদ জিসানের পরিবারের জন্য পঁচাশি হাজার টাকার নগদ অর্থ প্রদান করেছে এনআরবি প্রফেশনালস। নিম্নের খবর এবং আবেদনের ভিত্তিতে এনআরবি টিম জিসানের বাবাকে এ সহায়তা প্রদান করে। বাংলাদেশে জুলাই বিপ্লবে আহত এবং নিহত পরিবারকে সহযোগিতা এবং বৃত্তি প্রদানের কর্মসূচী রয়েছে। আপনারাও ডোনেট করতে পারেন, এখানে ক্লিক করুন

আসসালামু ওয়ালাইকুম আমি শহীদ জিসানের বাবা। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। আমি আমার ছেলের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ আমি গত বিশ জুলাই। আমি আসার পরে আমার ছেলের দাফন সম্পন্ন করি।তার এক সপ্তাহ পরে আমার ছেলের বউ সুইসাইড করে।এই সব ঘটনার কারনে আমি মানসিক এবং আর্থিক ভাবে খুবই ক্ষতি গ্রস্ত। গত আগস্টের ২৪ তারিখ আমার বিসার মেয়াদ শেষ হয়ে যায়। আজ ২৫শে সেপ্টেম্বর ফেসক্লাবে, আমাদের প্রবাসী ভাইদের একটি মিটিং হয়। ওই মিটিং এ আমিও ছিলাম। আমি মাসুদ ভাইর সাথে কথা বলে তাদের প্রবাসী দের যেই কমিউনিটি সবার কাছে আমার বিদেশ যাওয়ার জন্য অর্থিক সহযোগীতা চাইছি। আমি যেই কম্পানিতে চাকরি করি সেই জাগায় ২৯ তারিখ এর ভিতোরে উপস্থিত না থাকলে ওনারা অন্য লোক নিয়ে নিবে।কিছু টাকা আমি আমি ধার করে ভিসা করছি যাওয়ার জন্য। এখন আপনারা আমাকে সাহায্য না করলে আমার বিদেশ যাওয়া সম্ভব না।আমি যামাত বা কোনো সংস্থা থেকে কোনো রকম সাহায্য পাইনি।শুধু ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে আমাকে সাহায্য করা হয়েছে। সম্মনয়ক সাজ্জিত ও তারেক আমাকে কিছু সহযোগিতা করেছিলো।আমি এখন আমার সকল প্রবাসী ভাইর কাছে অনুরোধ জানাচ্ছি আমাকে যেনো আমার কোম্পানিতে যাওয়ার ব্যাবস্তা করে দেয়।……………..
জিসানের বাবা
Tweet

Comments

Leave a Reply