কর্ম পরিকল্পনা : NRB Professionals এর জন্য পরামর্শ

১. NRB Professionals. আমাদের এই মহৎ উদ্যোগটিকে যথাযথভাবে বিভিন্ন টিমে ভাগ করে এগিয়ে নেয়া‌। বিভিন্ন নির্দিষ্ট গ্ৰ্যুপ ভিত্তিক আলোচনা যেমন মিডিয়া, এডুকেশনাল, পলিটিক্স, চ্যারিটেবল, টেকনোলজি ইত্যাদি। সবার সরাসরি মতামত শেয়ার ও আলোচনা করা।

২. নিহত শহীদ ও আহত মানুষের সাহায্য: নতুন বাংলাদেশ গড়তে যারা সামনে থেকে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। সঠিক তথ্যের আলোকে সরাসরি সাহায্য করা।

৩. আলোচক লিয়াজোঁ কমিটি: বাংলাদেশের সমন্বয়কদের সাথে নিয়ে সরাসরি কথা বলে যে বিষয়ে সাহায্যের প্রয়োজন সেই বিষয়ে আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা হাতে নেয়া।

৪. অন্তবর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সাথেই সরাসরি কথা বলে আমাদের প্রোফেশনাল রিসোর্স জানানো যাতে করে দেশের স্বার্থে কাজে লাগাতে পারেন।
৫. ফান্ড: ব্যাংকের একাউন্টে ফান্ড কালেকশন করার জন্য মত বিনিময় করা এবং জনসচেতনতা তৈরী করা। বিশেষ করে প্রবাসীরা যাতে সাহায্য ও সহযোগিতা করতে পারেন।

Comments

One response to “কর্ম পরিকল্পনা : NRB Professionals এর জন্য পরামর্শ”

  1. Monthly meeting on Nov 2nd – NRB Professionals

    […] […]

Leave a Reply