ড. ইউনুস সরকারের দু’মাস

সফলতা, সমস্যা বা ব্যর্থতা…..প্রযুক্তি, দক্ষতা এবং বিনিয়োগ খাতের কি হবে?

সরকারের দুই মাস দেখা হলো। কি কি কাজ ভালো হয়েছে বা কি কাজ ভালো হতে পারতো বা স্বল্প সময়ের ব্যর্থতা। সংক্ষিপ্ত কিছু পয়েন্ট দেয়া হলো।

জনগন এবং বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম প্রতিষ্ঠিত হওয়ার লক্ষন দেখা যাচ্ছে। সংস্কার কমিটি, শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে ইত্যাদি ভালো। আগের অতি খারাপের চেয়ে ভালো। কিন্তু

কর্মসংস্থান বা বিনিয়োগে কোনো পরিবর্তন দেখা যাচ্ছেনা। শেয়ার বাজারের সূচক বা মূল্য আগের চেয়ে খারাপ।, ব্যাংকের সংকটে কোনো পরিবর্তন আসে নাই।  উপদেষ্টা পরিষদে কোন সফল বা দক্ষ ব্যবসায়ী না থাকা এর কারন হতে পারে। আমলা, শিক্ষক, এবং এনজিও প্রধান নিয়ে গঠিত পরিষদ। সংস্কার কমিটিগুলোতে একই অবস্থা। উৎপাদন এবং প্রবৃদ্ধি বাড়ানো সবচেয়ে জরুরী। সেটি হচ্ছে না।

প্রযুক্তি  খাত এবং দক্ষ  মানব  শক্তি  তৈরী আরেকটি গুরুত্বপূর্ন বিষয়। আইসিটি, বিজ্ঞান প্রযুক্তিতে কোন পদক্ষেপ চোখে পড়ছেনা। এ ক্ষেত্রে পরিষদের কোনো বিশেষজ্ঞ দেখা যাচ্ছেনা।

সরকার এখনো পুরনো স্টাইলে চলছে। ষড়যন্ত্র, সৈরাচারের ধ্বংসস্তুপ ইত্যাদি নিয়ে কথা বলছে বেশী। বিগত সময়ের দূর্নীতি, ফ্যাসিবাদের বিচার হোক। একটি আলাদা কমিশন, টিম এ কাজ করুক। পাশাপাশি, সরকারের সাহসী এবং দেশের জনগনের জন্য গুরুত্বপূর্ন কাজের রোডম্যাপ দিতে হবে।

,

Comments

3 responses to “ড. ইউনুস সরকারের দু’মাস”

  1. Md. Akter Ali

    ডঃ ইউনুস দীর্ঘ সময় ধরে বৈশ্বিক অঙ্গনে অবিসংবাদিত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সমাদৃত। বাংলাদেশে গ্রামীন ব্যাংকের কল্যানে সাধারন মানুষের মধ্যে ওনার একটা ব্যাপক পরিচিতি আছে। তবে সেটা আন্তর্জাতিক অঙ্গনের মত বির্তকের ঊর্ধ্বে নয়। একইভাবে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের জন্য বৈশ্বিক সমর্থন আদায়ে এবং বৃহৎ পরিসরে কর্মকাণ্ড পরিচালনায় উনি যতটা সফল, ক্ষুদ্র পরিসরে সেই রকম সফলতা অর্জনে উনি ব্যর্থতা কিংবা উদাসীনতার পরিচয় দিচ্ছেন যেটা তাঁকে ক্রমাগত চ্যালেঞ্জের মুখে ফেলবে এমনকি অনাকাঙ্ক্ষিত পরিনতির দিে নিয়ে যেতে পারে। তেমন একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় হলো জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতার পরিপূর্ণ সুচিকিৎসা এবং দীর্ঘস্থায়ী পুনর্বাসন। এমনকি যারা শহীদ হয়েছেন তাঁদের চেয়ে আহতদের প্রতি সরকারের আশু সুনজর বেশি জরুরী ছিল যেটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। এই বিষয়ে মূল্যায়ন এবং পরামর্শ যুক্ত করা প্রয়োজন। ধন্যবাদ।

Leave a Reply