বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব মানুষের অনেক অনেক প্রত্যাশা, কিন্তু সরকারের পক্ষে কী সম্ভব এই সব প্রত্যাশাই পূরণ করা ? অন্যদিকে একটা বিশাল জনগোষ্ঠী অস্থিরতা তৈরি করেই যাচ্ছে একের পর এক. তাহলে কী করবে এই সরকার, বিচ্ছিন্ন দাবি দাওয়া মেটাতে মেটাতেই অনেকটা সময় পার করে দিবে নাকি কাজ করবে নির্দিষ্ট লক্ষ্যের পিছে? লক্ষ্যটাই বা কী আর কী করতে পারে তারা এই লক্ষ্য অর্জনে ?
আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার মতামতটি এখানে তুলে ধরলাম কারণ আমি মনে করি এই কাজগুলো বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা, এই দেশের কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করা ।
১)যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি সেসকল নিহত এবং আহতদের লিস্ট ফাইনাল করা, যারা আহত তাদের চিকিৎসা করা ও শহিদ পরিবারদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত কর।
২)অভ্যন্তরিন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনী কে কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা, প্রয়োজনে নতুন লোক নিয়োগ করা ও করাপটেড বা অসহযোগীদের ছাঁটাই করা।
৩)সর্বস্তরে সন্ত্রাস চাদাবাজি ঘুষ বন্ধ করার জন্য ২৪/৭ কল সেন্টার প্রতিষ্ঠা করা যেখানে ছাত্র রা বিশেষ করে সমন্বয়ক রা কাজ করতে পারে, এটা হবে একটা ওভারেল মনিটরিং সিস্টেম. সন্ত্রাস চাদাবাজি ঘুষ এই জাতিও অপরাধের জন্য দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা যেন অন্যরা সেটা দেখে আর এই জাতিও অপরাধ করতে সাহস না পায়।
৪)বিচার ব্যবস্থা ঢেলে সাজানো, করাপটেড দের ছাঁটাই করা, নতুন নিয়োগ দিয়া, বছরের পর বছর ধরে জমে থাক কেস গুলোর দ্রুত বিচার করা। চিহ্নিত সন্ত্রাসী দেড় উপযুক্ত বিচার নিশ্চিত করা।
৫)এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে সিলেবাস হবে যুগোপযোগী, ছাত্ররা শিক্ষা পাবে স্কুল এ, কোচিং সেন্টার অথবা প্রাইভেট টিউটর এর কাছে না।
৬)দেশের অর্থনীতি কে উন্নত করতে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনা এবং দেশের বেকার যুবকদের কর্মসংস্থান এর ব্যবস্থা করা যেমন ক্ষুদ্র বাবসার জন্য ঋণ দিয়া, শর্ট ট্রেনিং দিয়ে বিদেশে লোক পাঠানো ইত্যাদি ইত্যাদি।
৭)একটা সর্বদলীয় কমিটি গঠন করা যেন সরকার সবার সাহায্য পায় রাষ্ট্র পরিচালনায়, এখানে কিছু সাংবাদিক বা অন্য পেশার অ্যাকটিভিস্ট ও থাকতে পারে।
৮)সর্বোপরি একটা রোডম্যাপ তৈরি করা যেখানে থাকবে কিভাবে এবং কত দিনে এই কাজ গুলো সম্পন্ন করবে সরকার এবং কবে তারা একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিবে।
আমি জানি এর বাইরেও আরো অনেক উন্নয়নমূলক কাজ করা দরকার কিন্তু সেগুলো হয়তো সেকেন্ড লেভেল এ করা যেতে পারে। আপনাদের কী মত শেয়ার করবেন প্লিজ. যদি মনে করেন গুরুত্ব পূর্ণ কোনো কাজ আমি এখানে মেনশন করিনি জানাবেন প্লিজ।
Leave a Reply
You must be logged in to post a comment.